ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাটোয়ারি পরিবারের প্রবীণ-নবীনদের মিলনমেলা

পাটোয়ারি পরিবারের প্রবীণ-নবীনদের মিলনমেলা

চাঁদপুরের ২০০ বছরের ঐতিহ্যবাহী পাটোয়ারি পরিবারের আড়াই শতাধিক প্রবীণ-নবীনদের মিলনমেলা বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সম্পন্ন হয়। পাটোয়ারি বাড়ি থেকে চাঁদপুরে প্রথম ইউনিয়ন পর্যায়ে মৈশাদী ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করার কর্মসূচি গ্রহণ করা হয়।

‘এসো মিলি প্রাণের টানে’ স্লোগানে সদর উপজেলার ঐতিহ্যবাহী নসর উল্লাহ পাটোয়ারি বাড়িতে ‘পাটোয়ারি পরিবারের মিলনমেলা ২০২৩’ খুবই আনন্দঘন পরিবেশে এবং স্মৃতিচারণের বিভিন্ন পর্বের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে গত ২০০ বছর পূর্ব থেকে এই বাড়িতে বসবাসকারী প্রজন্মের বংশ পরিক্রমায় প্রবীণ ও নবীন সদস্যরা মিলিত হন। গতকাল শনিবার বাড়ির প্রয়াত ব্যক্তিদের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় শুরু হয় আনুষ্ঠানিকতা। দোয়া পরিচালনা করেন বাড়ির প্রবীণ ব্যক্তি অধ্যাপক আলহাজ হাফেজ মো. বশির উল্লাহ পাটোয়ারি। এরপর জেলা ও জেলার বাহিরের বিভিন্ন স্থানে অবস্থানরত পাটোয়ারি পরিবারের সদস্যরা অনুষ্ঠাস্থলে উপস্থিত হন। তাদের স্বাগত জানান, মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মানিকসহ অন্যান্য সদস্যরা। সকালের নাস্তা পর্বে অংশগ্রহণ করেন প্রায় আড়াই শতাধিক সদস্য। বাড়ির সামনে প্রতিষ্ঠিত বীরপ্রতীক মমিন উল্লাহ পাটোয়ারি একাডেমি প্রাঙ্গণে শুরু হয় পাটোয়ারি পরিবারের ২০০ বছর পূর্ব থেকে প্রজন্মের পরিচিতি পর্ব। এটি পাঠ করেন স্থানীয় মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটোয়ারি। এরপর আসে আবেগঘন পর্ব স্মৃতিচারণ। এছাড়াও দিনব্যাপী এ মিলনমেলায় নবীন-প্রবীণদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা এবং সর্বশেষ বীরপ্রতীক মমিন উল্লাহ পাটোয়ারি একাডেমির শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত