দীর্ঘদিন রাস্তা খুঁড়ে ফেলে রাখায় জনজীবন চরম দুর্ভোগে

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এনামুল হক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে মোল্লার হাট থেকে জয়তুনিয়া মাদ্রাসা পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তাটি দীর্ঘ দিন ধরে খুঁড়ে রাখায় চলাচলে জনজীবন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের স্থানীয় সরকার অধিদপ্তরের অধীনে বিজিপি প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরের ইপ্তি এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ১ কোটি ৫৯ লাখ টাকা ব্যয় প্রকল্পটি বাস্তবায়ন করছেন। রাস্তাটি গত জুলাই মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান মাটি খুঁড়ে কোথাও বালু কোথাও পিক ফেলে কাজটি শেষ না করেই অসম্পূর্ণ অবস্থায় রেখে দেয়। ফলে ওই রাস্তা থেকে সাধারণ মানুষের চলাচল করতে গিয়ে জামা কাপুড়সহ সারা শরীর বালুময় হয়ে যায়। রাস্তার পাশে থাকা বাড়ি-ঘরে বালুর আস্তরণ পড়ে যায়। রাস্তার পাশে থাকা মো. ফারুক হোসেন হাওলাদার, কালাম বেপারীসহ অনেকেই এমন অভিযোগ করেন। শাপলোজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল হোসেন বলেন, ফলইবুনিয়া, শাপলেজা, জোলাগাতির সাধারণ মানুষ ও স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা নিয়মিত চলাচল করে, বিকল্প কোনো রাস্তা না থাকায় শাপলেজা স্কুল, জয়তুনিয়া দাখিল মাদ্রাসা, জোলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোল্লার হাট পাঙ্গাশিয়া বাজার এমনকি উপজেলা ও জেলা সদর এর সাথে যোগাযোগের এলাকার একমাত্র মাধ্যম এই রাস্তাটি। ১ বছর ধরে রাস্তায় বালু ফেলে রাখা ও কালভার্টগুলো নির্মাণ না করায় স্বাভাবিক চলাচলে চরম দুর্ভোগে জনগণ। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মো. রিপন নামক এক ব্যক্তি জানান, অর্থ না পাওয়ায় কাজটি বাস্তাবয়ন করতে দেরি হচ্ছে। উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, ঠিকাদার প্রতিষ্ঠানকে ৩০ জুনের আগে কাজ সমাপ্ত করার জন্য চিঠি দেয়া হয়েছে। অর্থের কোনো সমস্যা নেই।