ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীপুরে পুষ্টি সচেতনতা বিষয়ে সেমিনার

শ্রীপুরে পুষ্টি সচেতনতা বিষয়ে সেমিনার

ভিলেজ নিউট্রিশন দেশের সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, গার্মেন্ট শ্রমিক, পিছিয়ে পড়া অবহেলিত বিশাল জনগোষ্ঠীর মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ শুরু করেছে। তারই অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে ভিলেজ নিউট্রিশন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল শনিবার আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধির প্রচার, ডিজিটাল প্রেজেন্টেশন নাটক ‘মায়ের পুষ্টি’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ভিলেজ নিউট্রিশনের চিফ কো-অর্ডিনেটর মশিউর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মোছাদ্দেক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম উকিল উদ্দিন, প্যানেল মেয়র আমজাদ হোসেন বিএ, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, এনাম হ্যাচারী অ্যান্ড ফিডস লিমিটেডের এমডি এনামুল হক মোল্লা প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত