ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্ত্রীকে হত্যার দায় স্বীকার

স্ত্রীকে হত্যার দায় স্বীকার

বিয়ের ২৮ দিনের মাথায় নববধূকে হত্যা করে স্বামী তার লাশ ওয়ারড্রপে রাখে। পরে থানায় আত্মসমর্পণ করে স্ত্রী হত্যার দায় স্বীকার করেছে। গতকাল শনিবার নিহত নববধূর লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। গত শুক্রবার গৃহবধূর বড় ভাই ইসাহাক আলী দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। ওই গৃহবধূ হলেন সুমাইয়া আক্তার হাসি বীরগঞ্জ উপজেলার সুজালপুর কলেজপাড়ার আব্দুল খালেকের মেয়ে। গ্রেপ্তারকৃত স্বামী হলেন মনোয়ার হোসেন। তিনি দিনাজপুর শহরের ছোট গুড়গোলা এলাকার মৃত শেখ আব্দুল মজিদের ছেলে। মনোয়ার শহরের জেল রোডে জেলা কারাগারের মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে মোবাইল ফোনের ব্যবসা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, হাসি মনোয়ারের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত বৃহস্পতিবার তাদের মধ্যে ঝগড়া হয়। শুক্রবার হাসিকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের ওয়ারড্রপের ড্রয়ারে ঢুকিয়ে রাখে। পরে মনোয়ার হোসেন কোতোয়ালি থানায় এসে পুলিশে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ইসহাক আলী বলেন, মনোয়ার আমার বোনকে প্রতারণা করে বিয়ে করেছে। আমার বোনকে হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত