পঁচিশ দিনেও মজুরি জোটেনি ২৪০০ শ্রমিকের

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

ইজিপিপি প্রকল্পের আওতায় ৪০ দিন মেয়াদি অতি দরিদ্রদের কর্মসৃজন কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ শেষের ২৫ দিনেও দিনাজপুর খানসামা উপজেলায় দৈনিক হাজিরার টাকা পায়নি ৬ ইউনিয়নের ২৪০২ জন দিনমজুর ও হতদরিদ্র শ্রমিক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ইজিপিপি প্রকল্পের আওতায় উপজেলার ৬ ইউনিয়নের ৫৪টি গ্রামীণ অবকাঠামো সংস্কারের উদ্যোগ নেয় সরকার। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ২৩৪৮ জন শ্রমিক দৈনিক ৪০০ টাকা ও প্রতি ওয়ার্ডে একজন করে মেটি ৫৪ জন সর্দার দৈনিক ৪৫০ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক হাজিরা ভাতা পাবেন। খোঁজ নিয়ে জানা যায়, প্রথম পর্যায়ে এই প্রকল্প গত ২৬ নভেম্বর থেকে ২১ জানুয়ারী পর্যন্ত বাস্তবায়ন হয়। প্রথম পর্যায়ে ৪০ দিন কাজ হলেও মাত্র ১০ দিনের হাজিরা টাকা পেয়েছে শ্রমিকরা। কাজ শেষের প্রায় ১ মাস অতিবাহিত হলেও ৩০ দিনের হাজিরার টাকা পায়নি এরা। এতে দিনমজুর শ্রমিকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। আর বাইরে কাজ না থাকায় চলছে মানবতার জীবনযাপন। প্রিয়নাথ নামে একজন শ্রমিক বলেন, প্রতি দিনের আয় দিয়েই আমাদের সংসার চলে কিন্তু কাজ শেষ হওয়ার এতদিনেও ইজিপিপি কর্মসূচির বিল না পেয়ে আমাদের কষ্টে দিন কাটছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ও এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্ত সুশীতল গোবিন্দ চন্দ্র দেব বলেন, শ্রমিকদের বিল প্রদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রেরণ করা হয়েছে।