কুষ্টিয়ায় স্কুলছাত্র হত্যা

ড্রাইভারকে ২ বছরের কারাদণ্ড

খুলনা বিভাগের মধ্যে এই প্রথম সড়ক ও পরিবহণ ২০১৮ সালের মামলায় সাজা প্রদান করা হয়

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এএইচএম আরিফ, কুষ্টিয়া

সড়ক পরিবহণ আইনে কুষ্টিয়ায় এই প্রথম স্কুলছাত্রকে ট্রাকচাপা দিয়ে হত্যার দায়ে ট্রাক ড্রাইভার বাদশা নামে একজনকে ২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। গতকাল রোববার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি হলেন- কুষ্টিয়া জেলার কবুরহাট জগতি এলাকার মজিবর শেখের ছেলে বাদশা শেখ। মামলা সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আমির হামজা বাইসাইকেল করে কবুরহাট বাজারে যাওয়ার পথে পেছন দিক থেকে বটতৈল হতে খাজানগরগামী একটি ট্রাক তাকে স্বজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয় তাকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২০১৮ সালের সড়ক পরিবহণ আইনে হামজার বাবা সোহেল রানা কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ মো. মেহেদী হাসান তদন্ত শেষে ট্রাক ড্রাইভার বাদশা শেখকে আসামি করে গত ২০২১ সালের ৩১ মার্চে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে সাক্ষী প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে কুষ্টিয়া বিজ্ঞ পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা বিভাগের মধ্যে এই প্রথম সড়ক ও পরিবহন ২০১৮ সালের মামলায় তাকে এ সাজা প্রদান করা হয়েছে। তবে দ্রুতভাবে এ মামলা রুজু করায় পুলিশ ধন্যবাদ জ্ঞাপন করেছেন আদালত।