ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এসকেএস’র সুফল প্রকল্প

সুবিধা ভোগ করছে হাজারো বানভাসী

সুবিধা ভোগ করছে হাজারো বানভাসী

ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনের অর্থায়নে রাইমসের কারিগরি সহায়তায়, কন্সার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায়, এসকেএস ফাউন্ডেশন এ সুফল প্রকল্পটি বাস্তবায়ন করছে। গতকাল রোববার বগুড়া জেলা প্রশাসকের করতোয়া সম্মেলন কক্ষে জেলা এসকেএস ফাউন্ডেশন আয়োজিত জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। বাৎসরিক মৌসুমি বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত কমিউনিটির মানুষের জীবনযাপন স্বাভাবিক অবস্থায় ফিরে আনাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। বন্যার্তদের আগাম সতর্কবার্তা জানাতে এ প্রকল্পটি বিশেষভাবে কাজ করে থাকে। বগুড়ায় করতোয়া, যমুনা, নাগর এবং বাঙালি উল্লেখযোগ্য নদী হলেও যমুনার করালগ্রাসে আশপাশের এলাকা বন্যায় তলিয়ে যায়। বানভাসী মানুষের পূর্বের অবস্থায় ফিরে আনতে আর্থিক সহযোগিতা করে থাকে এ প্রকল্পটি।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার বলেন, যে যে সংস্থাগুলো বানভাসী মানুষদের জন্য কাজ করে তারা সম্মিলিতভাবে কাজ করলে বন্যার্তরা বেশি উপকৃত হবেন। সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। দেশের উন্নয়নে তাদের সাথে নিয়েই আমাদের পথ চলতে হবে। এসময় প্রকল্পের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন এসকেএস সুফল প্রকল্পের সহকারী প্রজেক্ট ম্যানেজার সাবাহ শবনম। উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সাহা, প্রজেক্ট অফিসার গৌতুম কুমার সরকারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত