ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নো-ম্যান্সল্যান্ডে দুই বাংলার মিলনমেলা

নো-ম্যান্সল্যান্ডে দুই বাংলার মিলনমেলা

আন্তজার্তিক মাতৃভাষা উদযাপন দিবস বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব একুশ মঞ্চে বসবে দুই বাংলার ভাষা প্রেমী মানুষের মিলনমেলা। এ উপলক্ষ্যে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব একুশ মঞ্চ ও অস্থায়ী শহীদ বেদি। এর আয়োজন করেছে দুই বাংলার আন্তজার্তিক মাতভাষা দিবস উদযাপন পরিষদ। মেলায় প্রধান অতিথি থাকবেন বাংলাদশ সরকারের স্থানীয় সরকার পল্লি উন্নয়নও সমবায় প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্য্য এমপি, বিশেষ অতিথি ৮৫ যশোর-১ এমপি শেখ আফিল উদ্দিন, বেনাপোল কাস্টমস কমিশনার মো. আবদুল হাকিম, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, স্থলবন্দরের পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল। ভারতের পক্ষে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও উত্তর চব্বিশ পরগানা জেলার বিধায়ক শ্রীমতি বীনা মন্ডল, বিধানসভার বিধায়ক শ্রী বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরসভার পৌর শ্রী গোপাল শেঠ, বনগাঁ লোকসভার প্রাক্তন সংসদ সদস্য শ্রীমত্যা মমতা ঠাকুর, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ শ্রী শ্যামল রায়। ‘আমার ভায়ের রক্তে রাংগানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’- এ গানের মধ্যদিয়ে শুরু হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দুই বাংলার মিলনমেলা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত