শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যুগ্নীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে গতকাল সোমবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক নবী নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নেক্সাস টেলিভিশনের হেড অফ মার্কেটিং ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মির্জা শিবলী সাদিক কামরুল। তিনি বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের ওপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেই সাথে মাঝেমধ্যে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজখবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দুর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশীলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর এ ধরনের অভিভাবক সমাবেশ করতে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ, অভিভাবক সদস্য দুলাল হোসেন, তাহাজ্জত হোসেন, অভিভাবক আলমগীর হোসেন, আব্দুল মজিদ, শিক্ষক আব্দুল্লাহ, আবুল হাসেম, আদনান হোসেন, শিউলি পারভীন, অলক কুমার সরকার, কেসমতুল্লাহ প্রমুখ।