সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফেনীর দাগনভূঞা উপজেলার ভাষা শহীদ সালামনগরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সভাপতি ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাসান ইমাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, আরটিভি’র ফেনী প্রতিনিধি আজাদ মালদার, আজিজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি নুরুল হুদা হুদন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমির উদ্দিন ভূঁঞা, প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ তাহের, মো. ইমাম হাছান কচি, সুজন দাগনভূঞা কমিটির সহ-সভাপতি কৃষান মোশাররফ, ভাষা শহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম, ছিদ্দিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার ভৌমিক প্রমুখ।

প্রতিযোগিতার আহ্বায়ক ও দৈনিক আমাদের সময়ের দাগনভূঞা প্রতিনিধি কাজী ইফতেখারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে দুটি বিভাগে বিভিন্ন বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।