গ্রাহকের অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রতারক চক্রের কর্মচারী কারাগারে

বাখরাবাদ গ্যাস

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নজরুল ইসলাম দুলাল, কুমিল্লা

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে কোম্পানিটির ৩ কর্মচারীসহ ৬ জন এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। বিজিডিসিএল এর সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. আবদুর রউফ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। মামলায় কোম্পানির আইটি বিভাগের আউটসোর্সিং কর্মচারী (টেকনেশিয়ান) মো. শাহপরানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। মামলার অভিযোগ থেকে জানা গেছে, সরকারি মালিকানাধীন গ্যাস বিপণন কোম্পানি বিজিডিসিএল-এর কিছু লোকজন নিজেদের কোম্পানির কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তারা গ্রাহকের জন্য কোম্পানি অনুমোদিত চুলার বিপরীতে অতিরিক্ত চুলা ব্যবহারের সুযোগ দিয়ে বিভিন্ন অংকের গ্যাস বিলের টাকা ভুয়া সীলস্বাক্ষর ও গ্রাহক সংকেত দিয়ে আদায় করে নেয়। দীর্ঘদিন ধরে তারা উক্ত টাকা ব্যাংকে জমা না দিয়ে ব্যাংক কর্মকর্তাদের ভুয়া সিল-স্বাক্ষর জাল করে বিল বই সরবরাহ করে আসছে। মো. আবদুর রউফ জানান, মামলার এজাহারনামীয় ৬ আসামি হচ্ছেন- বিজিডিসিএল-এর আইটি বিভাগের আউটসোর্সিং ৩ জন কর্মচারী মো. শাহপরান, মো. মঞ্জুরুল হক ফজলে রাব্বি, নাজমুল হাসান এবং কোম্পানির কর্মকর্তা পরিচয় দেওয়া প্রতারকচক্রের পটুয়াখালীর মো. আমির হোসেন, কুমিল্লার মো. কবির ও মো. জসীম অজ্ঞাতনামা আরো কয়েকজন। বিজিডিসিএল এর ভিজিলেন্স ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ জানান, এমন প্রতারণার সঙ্গে আরো কেউ জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া হবে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আহাম্মদ মনজুর মোরশেদ জানান, মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. শাহপরানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত এবং অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।