আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকৃত অর্থেই বঙ্গবন্ধু একজন ভাষাসৈনিক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সারাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার প্রতিনিধিদের পাঠানো খবর-

পিরোজপুর : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম বলেন, ভাষা আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের অন্যতম হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই প্রকৃত অর্থেই বঙ্গবন্ধু একজন ভাষাসৈনিক। ভাষা আন্দোলনে তার অবদান পাকিস্তানি গোয়েন্দা সংস্থার বিভিন্ন সময়ের রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা আছে। পিরোজপুরের জেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জ্যাকি প্রমুখ।

নেত্রকোনা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে। দেশের সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীেকে শিক্ষার আলোয় আনা হচ্ছে। প্রতিমন্ত্রী নেত্রকোনার বিরিশিরিস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে ওয়ানগালা উৎসব ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দার মধ্যেও আমাদের অর্থনীতি শক্তিশালী ভিতের মধ্যে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ অর্থনীতিতে এশিয়ার মধ্যে খুব শক্তিশালী রাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে ঢাকায় মেট্রোরেল হয়েছে। কর্ণফুলী টানেল, ছয় লেনের রাস্তার মতো মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা আমাদের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের কৃষ্টি-কালচার বিকাশে সরকার আন্তরিক। দেশের সব শিশুদের মত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুরাও শিক্ষা পাচ্ছে। আগামীর বাংলাদেশ বিনির্মানে প্রতিমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার ও নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত সরকার সজল প্রমুখ।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া প্রতিষ্ঠিত রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুর নামে এই প্রতিষ্ঠান। সকালে শোক র‍্যালি ও পদযাত্রা শেষে ভাষা শহীদদের উদ্দেশ্যে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পাশাপাশি, মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকীম কামরুন নাহার হারুনের নেতৃত্বে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুর’কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ঘোষণা করেন সংশ্লিষ্টরা।

সিংড়া (নাটোর) : উপজেলা কোর্টমাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, সিংড়া থানার ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ : স্টেশন মুক্তির সোপান কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা পরিষদ, প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

কুষ্টিয়া : কালেক্টর চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও পুলিশ সুপার খাইরুল আলম জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

চাঁদপুর : শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের পক্ষে জেলা প্রশাসক, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন, চাঁদপুর এলজিইডির পক্ষে নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ বিশ্বাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুরের পক্ষে নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান প্রমুখ।

ফেনী : বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি মামনুন রহমান বলেছেন, আমরা আজকে যে ভাষায় কথা বলছি জীবন বিসর্জনের মাধ্যমে এ ভাষা অর্জন হয়েছে। এই ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে ফেনীর আবদুস সালামসহ অনেকেই জীবন দিয়েছেন। তাই বাংলা ভাষার ইতিহাস সবাইকে জানতে হবে। ভাষার গৌরব লালন করতে হবে। ফেনীর ফুলগাজী উপজেলার জগতপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভাষা দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ফেনী জেলা পরিষদ সদস্য সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-সচিব শরিফ সিদ্দিকী, রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক সায়িদ একরাম উল্যাহ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফেনীর সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার প্রমুখ।

কুমিল্লা : কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লুৎফুর বারী চৌধুরী হিরু প্রমুখ।

মৌলভীবাজার : সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। প্রথম প্রহরে পুষ্পমাল্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এরপর শ্রদ্ধা নিবেদন করেন মৌলভীবাজার তিন আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনরে সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাউর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

সাতক্ষীরা : কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এমপি বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

দিনাজপুর : এ দিবস উপলক্ষ্যে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বোচাগঞ্জ, সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি ফুলবাড়ী, মনোরঞ্জন শীল গোপাল এমপি বীরগঞ্জ, আবুল হাসান মাহমুদ আলী এমপি খানসামা এবং শিবলী সাদিক এমপি নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন।

রাঙামাটি : শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এরপর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর কিছুক্ষণ পর শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

নাটোর : এমপি মো. শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরি জলি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন।

নীলফামারী : প্রথম প্রহরে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এরপরই পুলিশ প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম। এরপরে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, জাতীয় পার্টি, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব, এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।

কালিয়াকৈর (গাজীপুর) : মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হকের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবিরের নেতৃতে ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

তিতাস (কুমিল্লা) : উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল শিকদার প্রমুখ।