ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচনি তফসিল ঘোষণা

চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচনি তফসিল ঘোষণা

ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে সভাতে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি আনোয়ারুল আজিম আনার। সভাতে ইউনিয়নের নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়। আতাউল হক জিহাদকে নির্বাচন কমিশনার ও টিপু সুলতানকে সদস্য সচিব করে ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়। সাধারণ সভাতে আরও সিদ্ধান্ত হয় যে, শ্রম আইনে কোনো ভোটার সদস্য দুটি শ্রমিক ইউনিয়নের সদস্য থাকতে পারবে না। সে হিসাবে মুসফিকুর রহমান ডাবলু ও আব্দুল হালিম মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য থাকায় উপস্থিত সদস্যদের সিদ্ধান্তে তাদের দুজনেরই ইউনিয়নের সদস্য পদ বাতিল করা হইল।

এছাড়াও মিলের চুক্তি ভিত্তিক নিয়োগকৃত শ্রমিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক (কুষ্টিয়া) সিরাজুল ইসলাম, সুগার করপোরেশনের শ্রমিক ফেডারেশনের সভাপতি মাসুদুর রহমান মাসুদ ও মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বলেন, সব ধরনের উৎপাদনে শ্রমিকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত