ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সোনাগাজীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

সোনাগাজীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে নবাগত সহকারী শিক্ষকদের সংবর্ধনা উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষার গুণগত মানন্নোয়নে শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে গত মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সোনাগাজী শাখার সভাপতি মাস্টার হুমায়ূন কবীরের সভাপতিত্বে ও মাস্টার শিহাব উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী, সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নূরুল আমিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, সাইফুল ইসলাম সাইফ, ইউআরসি ইন্সট্রাক্টর ফরাদ উদ্দিন সরকার, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব জসিম উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক নুরুল আলম, মাস্টার আবু তৈয়ব, এমদাদুল হক ও সুধীর চন্দ্র রায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত