ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রধান শিক্ষককে ভয় দেখিয়ে অব্যাহতি পত্রে স্বাক্ষর

প্রধান শিক্ষককে ভয় দেখিয়ে অব্যাহতি পত্রে স্বাক্ষর

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে ভয়ভীতি, পরিবারের ওপর হামলা ও জীবন নাশের হুমকি দিয়ে জোর করে চাকরি থেকে অব্যাহত নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই শিক্ষক গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করতে থানার ওসি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেয়া হয়েছে। আলমগীর হোসেন বলেন, গত ২০ ফেব্রুয়ারি স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মীর গোলাম মোস্তফা বাবুল আমাকে মোবাইল ফোনে স্কুলে ডেকে নেন। বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে গিয়ে দরজা, জানালা বন্ধ করে দেন। বিদ্যালয়ের অন্য সদস্য মো. খোরশেদ আলম, গিয়াস উদ্দিন শওকত,আবদুল্লাহ আল মামুন তারা আমাকে ভয় চাকরি থেকে অব্যাহত পত্রে স্বাক্ষর করিয়ে নেন। অব্যাহতি পত্রটি তারিখ ছাড়া কম্পিউটার টাইপ করা ছিল। পরে জোর করে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি বলে জবানবন্দির ভিডিও ধারণ করে তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করতে থানার ওসি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী বলেন, ইউএনও’র নির্দেশনা মোতাবেক অভিযোগটি তদন্ত করে দেখা হবে। রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, শিক্ষকের অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত স্কুল পরিচালনা কমিটির অন্যতম সদস্য মীর গোলাম মোস্তফা বাবুল বলেন, প্রধান শিক্ষক স্কুল চালাতে ব্যর্থ। অযোগ্য প্রধান শিক্ষককে দিয়ে স্কুল চালানো সম্ভব নয়। তার কাছ থেকে কেউ জোর করে অব্যাহতি পত্রে নেয়নি। তিনি নিজে অব্যাহতি পত্র দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত