ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

ঝালকাঠির রাজাপুরে অস্ট্রিয়ার স্বেচ্ছসেবী সংগঠন সোনে ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ খাতা-কলম বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার গালুয়া ইউনিয়নের ৩৮ নং পশ্চিম চাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১ জন বিদেশি নাগরিক অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। পরে শিশু শিক্ষার্থীদের সঙ্গে কিছু আনন্দঘন মুহূর্ত সময় পার করেন তারা। বিদেশি নাগরিকরা হলো- সোনে ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরফ্রেড ম্যালে, সোনে ইন্টারন্যাশনাল-এর দাতা সদস্যরা ম্যাগ লিসা রোমানার, উলরিক জোহানা, হ্যারাল্ড স্ট্রোবাল, ড. মার্গিটা সিলভিয়া স্ট্রোবাল, ওয়ারনার কুবারগার, ব্রিগিটা কুবারগার, ড. উলফগন ভ্যালেন্টিন রাথোস্কি, গুদরুন রাথোস্কি, লিওপোল্ড বিয়ার্গার, ওয়াল্টার উইনকুম, নুংমা মারমা। তারা সবাই অস্ট্রিয়ার নাগরিক। বিদেশি নাগরিকদের সঙ্গে ছিলেন সোনে ইন্টারন্যাশনাল-এর কান্ট্রি ডিরেক্টর মো. আল-মামুন। এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম ফরাজী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০ বছর থেকে সুনামের সঙ্গে সোনে ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভিন্ন অংশে শিক্ষা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্য, জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে কাজ করছেন। বিশেষ করে সুবিধবঞ্চিত মানুষ ও শিশুদের জন্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত