প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে গৃহহীনদের জন্য গৃহনির্মাণ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার কেউ থাকবে না গৃহহীন, মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পে ৩য় ধাপে দিনাজপুরের কাহারোল উপজেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে গৃহনির্মাণ করা হচ্ছে। কাহারোল উপজেলায় ৩ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ১২০টি গৃহনির্মাণ করা হচ্ছে। প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলায় ৩৪৭টি ঘর ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে ৩য় ধাপে কাহারোলে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে গৃহনির্মাণ করা হচ্ছে। উপজেলায় ১২০টি গৃহনির্মাণ করা হচ্ছে। আগামী মার্চের মধ্যে কাহারোলে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার লক্ষ্যে জরিপের ভিত্তিতে গৃহনির্মাণের কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার মো. নাঈম হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জানসহ অন্য কর্মকর্তারা এই প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন করেছেন। এদিকে ঘর নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। প্রতিটি ঘরের নির্মাণ মূল্য ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ধার্য করা হয়েছে। গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তহবিল প্রতিটি ঘরে দুইটি করে কক্ষ, একটি বারান্দা, একটি করে রান্নাঘর ও শৌচাগার রয়েছে। সব নির্মাণকাজ সম্পন্ন হলে উপজেলায় ১২০টি গৃহহীন পরিবারকে এখানে পুনর্বাসন করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার মো. নাঈম হাসান জানান।