বগুড়ায় আকবরিয়ার দুটি শাখার উদ্বোধন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আজাহার আলী, বগুড়া

সুন্দর শৈশব কেটেছে গাঁয়ে। পাখিরা গায় গান, বাড়ির উঠান বড়। ফল-ফলাদির গাছে পরিপূর্ণ আর নির্জন। শান বাঁধানো পুকুর আর দাদুর ঘরে ঘুমানো। মেঝেতে ঢালাও বিছানা। এসবই স্মৃতি। স্মৃতি শুধু স্মৃতিই থেকে যায় বাস্তবতা একটু ভিন্ন। শহর এলাকা ও শহরতলীতে সকাল হতেই শুরু হয় ছাত্র-শিক্ষক, কর্মজীবী, শ্রমজীবী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষের ব্যস্ততা। এমন ব্যস্ততায় ফুরসত নেই কারো। খঁুঁজে বেড়ায় সুস্বাদু, নির্ভেজাল ও নিরাপদ খাদ্যের। আকবরিয়া লিমিটেড এসব কথা চিন্তা করে বগুড়া শহরের জলেশ্বরীতলায় চিজি বার্গ ও কলোনিতে আকবরিয়া গ্র্যান্ড চাপ ঘর অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু করে। গতকাল বুধবার বিকালে আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলালের সভাপতিত্বে দুটি শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাসুদুর রহমান মিলন সিআইপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাণের বগুড়াকে ঐতিহ্যবাহী আকবরিয়া লিমিটেড খাদ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান হিসেবে দেশের বিভিন্ন জেলার নিকট সমাদৃত। নানা বয়সিদের আড্ডায় মুখরিত হবে আকবরিয়ার চিজি বার্গ ও আকবরিয়া গ্র্যান্ড চাপ ঘর অ্যান্ড রেস্টুরেন্ট। অভিজাত এলাকা দুটি আরো হয়ে উঠবে প্রাণবন্ত, মনোমুগ্ধকর ও হৃদয়স্পর্শী। এই শাখা দুটি করেছে আধুনিকমানের। সবার সঙ্গে সবাই মিলে রসনার তৃষ্ণা মেটাবে। যেখানে সাধ্যের মধ্যে স্বাদের খাবার পরিবেশন করা হবে। তিনি আরো বলেন, আকবরিয়া শত বছর ধরে দেশের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করণে বদ্ধপরিকর। সেই সঙ্গে ভোক্তার সন্তুষ্টি তাদের ঐতিহ্য।

উপস্থিত ছিলেন জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডোনিস তালুকদার বাবু, আকবরিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলাল, ডিএমডি আন্দালিবুর রহমান, রাজিব আহসান সিজার, এডমিনিস্ট্রেশন কো-অর্ডিনেটর আশিক ইবনে হাসান, সিএমও ইকবাল নুর শুভ, সিওও জাহেদুল ইসলাম, হেড অব এইচআর সানোয়ার হোসেন শুভ, হেড অব সেলস রমজান হোসেন, ডিজিএম আলমগীর হোসেন, জিল্লুর রহমান, শামীম তালুকদার, আমিনুল ইসলাম আঁখি, ম্যানেজার ভ্যাট জার্জিস হোসেন, ম্যানেজার অ্যাডমিন আখেনুর ইসলাম রাসেল, পার্চেস কো-অর্ডিনেটর হারুন উর রশিদ, আইটি কর্মকর্তা, মেজবাহুর রহমান, অডিট অফিসার নাফিউর রহমান, দিপক কুন্ডু, লিমো ইন্টোরিয়র ডেকরের পরিচালক লিটন সরকারসহ প্রমুখ।