ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইয়াবা পাচার মামলায় ৮ জনের ১০ বছর করে কারাদণ্ড

ইয়াবা পাচার মামলায় ৮ জনের ১০ বছর করে কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৮ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা প্রদান করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালত। গতকাল বুধবার বিকালে বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় প্রদান করেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার খুরুশকুল এলাকার মো. রফিক, মো. কালু মাঝি, গহিরা এলাকার মো. রফিক, দক্ষিণ সরেঙ্গা এলাকার মো. হাসান, পূর্ব গহিরার হাসমত আলী, নুরুল আলম আনোয়ারী, মো. নাসির, মো. মজিবুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় প্রদান করা হয়। রায় প্রদানকালে ৮ জন আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত