ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাছে গাছে আমের মুকুল

গাছে গাছে আমের মুকুল

হলুদ রঙের আমের মুকুলে ছেয়ে গেছে নীলফামারী জেলা। দলে দলে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে। ছোট বড় নানান পাখি মুকুলে বসেছে মনের আনন্দে। এমন দৃশ্যের দেখা মিলেছে সদর উপজেলাসহ গোটা জেলায়। এবার শীতের প্রকোপ কিছুটা কম থাকায় বেশ আগাম মুকুলে ছেয়ে গেছে ডোমার ডিমলা উপজেলার গ্রামের আম গাছগুলোয়। থোকায় থোকায় মুকুলে ঝুলে পড়েছে গাছের ডালপালা। অনেক গাছে মুকুলের সঙ্গে গুটিগুটি আমের দেখাও মিলছে। আম চাষিরা আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। সরেজমিন ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের খালেকুজ্জামান সরকার, বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল চৌধুরী ও ডিমলা সদরের আওয়ামী লীগের সেক্রেটারি আনোয়ারুল সরকার মিন্টুর সঙ্গে কথা বললে তারা জানান, এবার আম গাছের অধিকাংশে মুকুলে ছেয়ে গেছে। এবার কুয়াশা কম থাকায় মুকুল খুবই সুন্দর হয়েছে। ডোমার উপজেলার চিকন মাটির বাসিন্দা আবু সাঈদ জানান, আম গাছের এবার আগাম মুকুল এসেছে। আমের ভালো ফলন পেতে হলে পোকা নাশক প্রয়োগ করতে হবে এবং সবসময় গাছ পরিচর্যা করতে হবে। এই বিষয়ে জেলা কৃষি উপ-পরিচালক আবু বকর সাইফুল ইসলাম বলেন, নীলফামারী জেলার গ্রামে গ্রামে ছেয়ে গেছে প্রচুর আমের মুকুলে। গাছে গাছে মুকুল দেখে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত