সুন্দরবনের কাশিয়াবাদ

ফরেস্ট এলাকায় অপরাধ প্রবণতা কমেছে

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

পশ্চিম সুন্দরবন বিভাগ খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্টের নদীখালে জেলে বাওয়ালীদের অপরাধমূলক কর্মকাণ্ড পূর্বের তুলনায় অনেকাংশে কমে গেছে। অসাধু লোকজনের দ্বারা বনের মূল্যবান গাছ কর্তন এখন সচরাচর চোখে পড়ে না। কাঠকাটা, হরিহরপুর, জোড়শিং, পাতাখালি, পাথরখালি, ৬নং কয়রা, মঠবাড়ি এলাকার রাস্তাঘাট ও গ্রামের ছোট ছোট রাস্তা দিয়ে নসিমন, আলমসাধু ও ভ্যানে সুন্দরী, পশুর, বাইন, কাঁকড়া কাঠ রাতের অন্ধকারে এখন আর পাচার হচ্ছে না। বিষ দিয়ে মাছ শিকার, পোনা আহরণ, বন্ধকালীন সময়ে মাছ ও কাঁকড়া শিকার অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক কম। গত বছর জুলাই মাসের শেষ দিকে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা হিসেবে যোগ দেন শ্যামাপ্রসাদ রায়, ফরেস্টার। তিনি যোগদানের পর তার অধীনের শাকবাড়িয়া, বজবজা, খাসিটানা, আন্দারমানিক, গেওয়াখালি, ভোমরখালি টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বনরক্ষীদের নিয়ে সভা করে সুন্দরবনে অসাধু জেলেদের তৎপরতা রোধে নতুন নির্দেশনা প্রদান করেন। বিগত ৭ মাসে চেহারা পাল্টে গেছে সুন্দরবনের।