শিক্ষার্থীদের নানামুখী দক্ষতা অর্জনের বিকল্প নেই

বললেন শিক্ষা উপমন্ত্রী

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাগুরা প্রতিনিধি

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের নানা বিষয়ে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। মাগুরা নিরক্ষরমুক্ত জেলা। শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি নিজের জীবনকে গড়তে, আয়ের পথ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশ ও সমাজ এবং অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। এর জন্য কারিগরি শিক্ষা, বিভিন্ন ভাষা শিক্ষা, নার্সিং, হেলথকেয়ার, প্রযুক্তিগত শিক্ষা ও বৈশ্বিক দক্ষতাসহ নানা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরার শ্রীপুর ঘষিয়াল অষ্টগ্রাম মহাশ্মশান প্রাঙ্গণে কবিগান উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অষ্টগ্রাম মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি ডা. অমরেন্দ্রনাথ দেউড়ীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জাব্বারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।