ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেশে ফিরে কুল চাষ

এক মৌসুমে বিক্রি ৯ লাখ টাকা
দেশে ফিরে কুল চাষ

বেকারত্ব দূর করতে কাজের সন্ধানে বিদেশ পাড়ি দিয়েছিলেন সৌদাত হোসেন (৩৩)। সেখানে টিকতে না পেরে দেশের টানে আবার ফিরে আসেন। মোবাইলে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে কুল চাষ করে দেখেন সাফল্যের মুখ। দেশে ফিরে প্রথমে অনেক ভেবেছিলেন কীভাবে নিজে কিছু করা যায়। পরে জমি বর্গা নিয়ে শুরু করেন কুল চাষ। সৌদাত হোসেন বলেন, পড়ালেখা করে চাকরির পেঁছনে না ছুটে বেকারত্ব দূর করতে কুয়েত গিয়েছিলাম। তবে দেশের প্রতি টানে সেখানে থাকতে পারিনি। সব সময় মনে হতো দেশে গিয়ে এমন কিছু করব যেটায় আরো কয়েকজনের কর্মসংস্থান হয়। অবসর সময়ে মোবাইলে ইউটিউব ও ফেইসবুকে কৃষিবিষয়ক বিভিন্ন ভিডিও দেখতাম। একদিন কুল চাষ দেখে মনে হয় আমিও দেশে গিয়ে কুলের চাষ করব। তারপর করোনাকালিন সময়ে দেশে চলে আসি। এসেই কুল বাগান তৈরি করি। প্রথমে চার বিঘা জমিতে কুল চাষ করি। এ বছর আরো নতুন করে তিন বিঘা জমিতে চাষ শুরু করেছি। চাষাবাদ সম্পর্কে তিনি জানান, একটু উঁচু জমি যেখানে পানি জমে না এবং বেলে দোয়াশ মাটিতে কুল বেশি ভালো হয়। চারা লাগানোর ৭-৮ মাস পরেই কুল ধরে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত