ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গৌরীপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা

গৌরীপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা

চিকিৎসাসেবা মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়াটা যেখানে দুর্লভ সেখানে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. সাবিকুন নাহার রিমা। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসাবাড়ি গ্রামের ব্যবসায়ী হাবিবুর রহমান ও গৃহিণী আয়শা আফরিন শিউলীর তিন মেয়ের মধ্যে বড় মেয়ে তিনি। তিনি রাজধানী শহরের ফয়জুর রহমান আইডিয়াল ইন্সটিটিউট থেকে ২০১৩ সালে জিপিএ-৫, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৫ সালে জিপিএ ৪.৯৩ পেয়ে পাস করেন। পরে তিনি রাজধানীর বেসরকারি আদ দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ থেকে ২০২১ সালে এমবিবিএস পাস করেন। চিকিৎসা সেবা নিতে আসা খালেদা আক্তার পারভীন (৬২) বলেন, আমাদের অসুখ হলে ৫ কিমি. দূরে অবস্থিত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা করতে হয়। এখন আমাদের গ্রামের মেয়ে ডাক্তার হওয়াতে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছি। এতে গ্রামের মানুষ হিসেবে আমরা খুব খুশি। আরেকজন রোগী শফিকুল ইসলাম (৫৫) বলেন, আমাদের এখন আর ডাক্তার দেখাতে টাকা খরচ করে উপজেলা সদরে যেতে হচ্ছে না। চিকিৎসাসেবার জন্য কোনো ফি দিতে হচ্ছে না। উপজেলা সদরে যাওয়ার ভাড়ার টাকা ও ডাক্তারের ফির টাকা দিয়ে ওষুধ ক্রয় করতে পারায় আমরা খুবই আনন্দিত। বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-মুক্তাদীর শাহীন বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান একটি মহৎ ও ব্যতিক্রমী কাজ। ডা. রিমার কাজটি অত্যন্ত প্রশংসনীয়। চেয়ারম্যান হিসেবে আমি গর্ব অনুভব করছি, ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত