নতুন প্রজন্মের হাত ধরেই দেশের উন্নয়ন পরিপূর্ণতা পাবে

বললেন রবির ভিসি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন সেসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেছেন, ২০৪১ সাল মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছেন। তিনি মনে করেন, নতুন প্রজন্মের হাত ধরেই বাংলাদেশের উন্নয়ন পরিপূর্ণতা লাভ করবে।

গত বুধবার হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে রংধনু মডেল স্কুলে শিক্ষার্থীদের পাঠ্যবই ক্রয়ের জন্য অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। রবির ভিসি তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, সঠিক ধারার বাংলা ভাষা চর্চা এবং ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। সেইসঙ্গে নিজেদের জানবেন, বঙ্গবন্ধুকে জানবেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জানবেন এবং এই মুক্তিযুদ্ধে যারা প্রাণ-প্রেরণা দিয়েছিলেন তাদের জানবেন, তাহলেই বাংলাদেশকে জানা হবে।