ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু

দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শালমদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গত শুক্রবার সোমলেম নামে এক ব্যক্তির মারা গেছেন। তিনি ওই এলাকার মৃত মাহম্মদ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। বিকালে মোসলেম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে দুপুর ১টার দিকে স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শালমদী নয়াপাড়া এলাকায় বাতেন ও মোসলেগংয়ের সংঘর্ষের এই ঘটনা ঘটেছিল। পুলিশ এরই মধ্যে কিতাব আলীর ছেলে রেজাউল, রেজাউলের ছেলে ফারুক ও সোহরাবকে আটক করেছে। সংঘর্ষের সময় পরম্পরের হামলায় দুইপক্ষের অন্তত ১৫জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আহত গিয়াসউদ্দিন, রমজান, নারী, মোসলেম, মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। হামলায় মৃত মোসলেমের স্ত্রী সায়েরা বলেন, শালমদী চকের মধ্যে একটি ফসলী জমির ১২ শতাংশ পৈত্রিক ওয়ারিশ সূত্রে তারা রেকর্ডীয় মালিক হয়েছেন। আমরা জমিটি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে আমি ভোগদখলে রয়েছি। হঠ্যাৎ করে প্রতিপক্ষ রেজাউলসহ তার লোকজন জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিয়ে তাদের লোকজন আমাদের লোকজনকে বেধরক মারপিট করে। এতে অন্তত ৮ থেকে ৯জন গুরুতর আহত হয়েছেন। এদিকে পুলিশের হাতে আটক রেজাউল ওরফে রেজাই বলছিলেন, জমিতে চারাগাছ রোপণ করে বাড়ি ফিরার পরই প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর অর্তর্কিত হামলা চালায়। এসময় তারা শাবল ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে আমাদের নারী ও পুরুষসহ অন্তত ৬জন আহত হয়েছেন। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, মারামারির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। ওসি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত