১২০ টাকায় কনস্টেবল নিয়োগ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবলে (টিআরসি) পদে সম্পূর্ণ স্বচ্ছতা, শারিরীক কসরত ও মেধাভিত্তিক যাচাই-বাছাইর মাধ্যমে ৪৩ জন তরুণ-তরুণী জেলা পুলিশে চাকরি পেয়েছেন। গতকাল শনিবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, সরকারি ফি মাত্র জনপ্রতি ১২০ টাকা খরচ করে তারা অন্যকোনো ধরনের দালাল বা ভিন্ন লাইনে চেষ্টা না করে এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি এসময় আরও বলেন, জেলা পুলিশ এ নিয়োগ প্রদানের জন্য তাদের স্বচ্ছতা ও সৃজনশীলতার পরিচয় দিতে পেরে গর্বিত। প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান আরও বলেন, অত্র পদের জন্য অনলাইনে মোট ১ হাজার ৪৭০ জনের আবেদনপত্র পেয়েছেন। তন্মধ্যে নিয়োগ দেয়া হবে মাত্র ৪২ জনকে। নিয়োগের আগে সকল প্রার্থীকে প্রথম দিনে শারীরিক পরিক্ষা, দ্বিতীয় দিনে ফিজিক্যাল ইনডোরেন্স টেস্ট, তৃতীয় দিনে দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইমিং এবং পরবর্তীতে তাদেরকে লিখিত পরীক্ষা, মনত্ত্বাত্বিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে মাত্র ৪২ জনকে মেডিক্যাল টেস্ট ও পুলিশ ক্লিরিয়ারেন্স সম্পন্নের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হচ্ছে শিগগিরই। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান ও পুলিশের কর্মকর্তা ছাড়াও উত্তীর্র্ণ নিয়োগ প্রাপ্ত এবং তাদের অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।