ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সফল নারী গেইটকিপার ইভা

বেতন নাই ৭/৮ মাস
সফল নারী গেইটকিপার ইভা

গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকার লিটন খান লিটুর স্ত্রী রেলক্রসিংয়ের গেইটকিপার ইভা আক্তার। চার বছর আগে রেলওয়ের নিয়োগ পরীক্ষার মাধ্যমে তিনি গেইটকিপারের চাকরি পান। শুরুতে তিনি ঈশ্বরদীতে (টি-৩৭) গেটে দায়িত্ব পালন করেন। গেইটকিপারের দায়িত্বে প্রথমে কষ্ট হলেও অভিজ্ঞার পর পুরুষের সমান তালে কাজ করেন ইভা। গত ১০-১২ দিন আগে তিনি বদলী হয়ে জয়দেবপুর-রাজশাহী রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর (ই-১৬ গেট) রেলক্রসিংয়ে গেইটকিপারের দায়িত্ব পালন করছেন। কাজে অবহেলা না করায় তার দায়িত্ব পালনকালে কোনো দুর্ঘটনা ঘটেনি। মানুষের নিরাপত্তা সঠিকভাবে দিতে পারলে, তাতে আনন্দ খুঁজে পান ইভা। কর্মদক্ষতায় সফল হলেও তার চোখে-মুখে এখন শুধুই হতাশা। ৭/৮ মাসের বেতন বকেয়া থাকায় সংসার ও মেয়ের লেখাপড়ার খরচ নিয়ে হিমশিম খাচ্ছেন ইভা। শুধু তাকেই নয়, বেতন বকেয়া পড়ায় হতাশায় ভুগছেন তার মতো প্রায় ১৯শ গেইটকিপার। বাসা ভাড়া, বাজার, ছেলে-মেয়ে লেখাপড়াসহ সংসারের বিভিন্ন খরচ নিয়ে হিমসিম খাচ্ছেন গেইটকিপাররা। ইভা আক্তার বলেন, কাজকে ভালবাসি বলেই মানুষের নিরাপত্তায় এ কাজ করি। পরিবারও সব সময় আমাকে উৎসাহ দেন। কিন্তু আমরা যে টাকা বেতন পাই, তা দিয়ে সংসার ভালো চলে না। জিনিসের যে দাম বাড়ছে, আমরা কিভাবে চলবো? সরকার আমাদের বেতন-ভাতা আরেকটু বৃদ্ধি করলে আমরা আরেকটু স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারতাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত