ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেধাবী শিক্ষার্থীরা পেল শিক্ষা সরঞ্জাম

মেধাবী শিক্ষার্থীরা পেল শিক্ষা সরঞ্জাম

মানবতা জেগে উঠুক বিবেকের তাড়নায় এই স্লোগান নিয়ে ফেনীর ছাগলনাইয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে কম্পিউটার ও চেয়ার-টেবিল, আসবাবপত্রসহ অসহায় হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং ছড়ি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিবিষয়ক সম্পাদক আহমেদ মাহী রাসেলের ব্যক্তিগত উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও কবি সাহিত্যিক ওবায়দুর রহমান মজুমদার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৪৮টি চেয়ার ও ৪৮টি টেবিল, ১৬টি খাট, একটি কম্পিউটার দেয়া হয় এবং হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইল চেয়ারসহ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ২০টি ছড়ি বিতরণ করা হয়। ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি তাজুল ইসলাম মামুনের সঞ্চালনায় এবং মহামায়া ইউনিয়ন চেয়ারম্যান শাহাজাহান মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবুল কালাম, মহামায়া ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্সি মোর্শেদ আলম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এমন আয়োজন সত্যি প্রশংসনীয়। এতে অনাগ্রসর মেধাবী শিক্ষার্থীরা পড়ালেখায় আরো মনযোগী হবে। পাশাপাশি অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী নারী ও পুরুষরা হুইল চেয়ার ও ছড়ি পেয়ে অনেক উপকৃত হয়েছেন। সমাজের সব বিত্তবানরা এভাবে এগিয়ে এলে সমাজে আর অবহেলিত কোনো মানুষ থাকবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত