ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দাউদকান্দি হাইওয়ে থানা

সাপ-শিয়ালের আস্তানায় এখন ফুলবাগান

সাপ-শিয়ালের আস্তানায় এখন ফুলবাগান

কিছুদিন আগেও হরহামেশাই চলাফেরা করত বিষধর গোখরা সাপরা। শিয়ালরা তো রীতোমতো ব্যারাকই তৈরি করে ফেলেছিল। বন-জঙ্গল আর আগাছায় পরিপূর্ণ ছিল ভবনের চারপাশ। বলছি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ১০০ গজ দূরে দাউদকান্দির হাসানপুরে অবস্থিত নবনির্মিত দাউদকান্দি হাইওয়ে থানার কথা। দাউদকান্দি হাইওয়ে থানার জন্য, ওই এলাকার ৫ একর জমির উপর হাইওয়ে ভবন নির্মিত হয়। জমির এক পাশে ভবন নির্মাণ করা হলেও অন্যপাশে পতিত রয়ে যায় অনেক জমি। ভবন তৈরির কয়েক বছরে এ জমির চারপাশ বন-জঙ্গলে পরিণত হয়েছে। আর এখানে বাসা বেঁধেছে সাপ, শিয়াল, ইঁদুরসহ নানা বিষধর পোকামাকড়। গেল বছরের জুলাই মাসে দাউদকান্দি বিশ্বরোড হাইওয়ে থানার অস্থায়ী কার্যালয় থেকে হাসানপুরে নির্মিত নতুন ভবনটিতে ওঠে পুলিশ সদস্যরা। উঠেই নানা বিড়ম্বনায় পড়তে হয় তাদের। দিনের বেলা যেভাবেই কাটুক, সন্ধ্যা হলে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু এখনকার চিত্র ভিন্ন। দেখলে মনেই হবে না। কিছুদিন পূর্বেও যেখানে সাপ-শিয়ালদের আস্তানা ছিলো। সেখানে এখন এত পরিবর্তন। ফুলে-ফুলে সেজেছে থানা ভবন চত্বর। নির্মাণ করা হয়েছে মাঠ। তৈরি করা হয়েছে সেলেটিং ব্রি, ব্যাডমিন্টন মাঠ। পতিত জমিকে পুকুরে রূপান্ত করে সেই পুকুরে নির্মিত হয়েছে পাকা ঘাটলা। সীমানার চারপাশে মাটির উঁচু বাউন্ডারি নির্মাণ। সড়কের পাশে ও ভবনের উপরে আধুনিক সাইনবোড স্থাপন। সাপুড়ে এনে ধরা হয়েছে বেশ ক’টি বিষধর গোখরা। বন-জঙ্গল কেটে, করা হয়েছে পরিষ্কার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত