ঝালকাঠি বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলা বিএনপির পথযাত্রায় গত শনিবার দুপুরে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় এজাহারে ৩৮ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে ১৬ জন গ্রেপ্তার ও ২২ জনকে পলাতক বলে অভিযোগ করা হয়েছে। গত শনিবার রাতে ঝালকাঠি সদর থানার এসআই দেবাশীষ বাদী হয়ে দায়েরকৃত অভিযোগ এজাহার হিসাবে রেকর্ড করেন। আটক ১৬ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার বিকাল সাড়ে ৩টার দিকে আদালতে প্রেরণ করলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, বিএনপির নেতারা রাস্তা আটকে রাখলে পুলিশ রাস্তা থেকে তাদের সরে যেতে বললে পুলিশের ওপর হামলা করে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের কাজে বাধা দেয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলার বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি নেতা কর্মীরা পুলিশের ওপর কোনো হামলা করিনি উল্টো পুলিশ যুবলীগ ছাত্রলীগ মিলে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালায়। হামলায় বিএনপির ৮০ নেতাকর্মী মারাত্মক জখম হয়েছে। হামলা ও মামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।