পাবিপ্রবিতে পিপিআর বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০০৮ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে এর উদ্বোধন করেন প্রধান অতিথি পাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কেএম সালাহ্ উদ্দীন। রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মর সভাপতিত্বে বক্তব্য দেন রিসোর্স পার্সন সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিকরুল ইসলাম, কোর্স পরিচালক বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের অতিরিক্ত পরিচালক এসএম গোলজার হোসেন এবং সহকারী কোর্স পরিচালক উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম।