রেলের সিগন্যাল পোস্টের সঙ্গে ধাক্কা লেগে যুবক নিহত

প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

রেলের সিগন্যাল পোস্টের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার চিরিরবন্দর উপজেলার রেলওয়ে স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত যুবক হলেন মারুফ হাসান। তিনি উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়বাউল এলাকার আনিছুর রহমানের ছেলে। দিনাজপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) জেসমিন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মারুফ গত শনিবার ঢাকায় সাইকেলিং প্রতিযোগীতায় অংশ নিতে ঢাকায় গিয়েছে। সেখান থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে বাড়িতে ফেরত আসছিলেন। ঘটনার দিন সকালে চিরিরবন্দর রেলস্টেশনে প্রবেশের সময় মারুফ ট্রেনের জানালা থেকে মাথা বের করে। এ সময় তার মাথা রেলের সিগন্যাল পোস্টের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে ট্রেন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে জিআরপি থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।