ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেয়রের অফিসে চুরি

অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

পরিকল্পিতভাবে দুর্বৃত্তদের মাধ্যমে মেয়র, কুষ্টিয়া পৌরসভা কার্যালয়ে সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চুরি এবং নথিপত্র ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু চত্বরে প্রায় ২০০ নারী ও পুরুষ মিলে কুষ্টিয়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে কর্মকর্তা-কর্মচারীরা বলেন, রাতে চোর ঢুকে পৌরসভা তছনছ করেছে। সিসি ক্যামেরার যে ফুটেজ থাকে সে ডিভাইজ চুরি করে এবং অতি দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের যে অনুদান দিয়ে থাকে, সে অনুদানও নিয়ে গেছেন চোর চক্রের সদস্যরা। তারা বলেন, এটি সাধারণ চোরের বিষয় নয়, এটির পেছনে গভীর ষড়যন্ত্র চলছে এবং মেয়র আনোয়ার আলীর বিরুদ্ধে মানহানিকর ও তাকে মেয়র থেকে বাদ দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে বলে তারা জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত