মাদকদ্রব্য বন্ধে কর্মশালা

প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলার সীমান্তবর্তী চার উপজেলার মাদকদ্রব্যের পাচার-চোরাচালান বন্ধ ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পত্নীতলা উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান প্রমুখ।