ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুলিশ মেমোরিয়াল ডে পালিত

পুলিশ মেমোরিয়াল ডে পালিত

‘কর্তব্যের তরে, করে গেলে যারা, আত্মবলিদান’ প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান’ এ প্রতিপাদ্যে রাঙামাটিতে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে। গতকাল বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করে জেলা পুলিশ। এ উপলক্ষ্যে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ের প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুলিশ সুপার মীর আবু তৌহিদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহ নেওয়াজ রাজু, সদর সার্কেল-এর অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, কোতোয়ালি থানার ওসি মো. আরিফুল আমিন। আলোচনা সভায় জেলা পুলিশ সুপার বলেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ পুলিশ বাহিনী। দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর বহু সংখ্যক পুলিশ সদস্য নিহত হন। তাদের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে ২০১৭ সাল থেকে প্রতিবছর ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত