ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কৃষকের ফসল বিনষ্ট

কৃষকের ফসল বিনষ্ট

রংপুরের পীরগঞ্জে প্রতিপক্ষের লোকজন এক কৃষকের ফসল বিনষ্টের ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দ্বারিকাপাড়া তাজপুর গ্রামে। অভিযোগে জানা গেছে, উপজেলার দ্বারিকাপাড়া তাজপুর গ্রামের কৃষক মোস্তাফিজার রহমান খাসা দীর্ঘ দিন ধরে তার বাড়ির পার্শ্বেই ক্রয়কৃত নিষ্ঠক জমিতে চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে ক্রয়কৃত জমিতে সরিষা ও মাষকালাইসহ তিনি বিভিন্ন ফসল উৎপাদন করেছেন। এদিকে প্রতিনিয়ত দ্বারিকাপাড়া গ্রামের নওয়াব আলীর পক্ষের লোকজন গরু-ছাগলের মাধ্যমসহ বিভিন্নভাবে ফসল বিনষ্ট অব্যাহত রাখে।

এদিকে ৯ জানুয়ারি মোস্তাফিজার রহমান তার উৎপাদিত ফসলের জমিতে কাজ করছিলেন। ওই সময় প্রতিপক্ষ নওয়াব আলীর পক্ষের লোকজন জমিতে প্রবেশ করে মোস্তাফিজারকে আহত করে। সংবাদ পেয়ে তার ছেলে তারা মিয়া ও ভাতিজা মোশাইদুল ইসলাম এগিয়ে আসলে নওয়াবের পক্ষের লোকজনের হামলায় তারাও আহত হয়। এ সুযোগে নওয়াবের পক্ষের লোকজন মোস্তাফিজারের উৎপাদিত সরিষা ও মাশকালাইয়ের ক্ষেত বিনষ্ট করে। এতে মোস্তাফিজারের প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ফসল বিনষ্ট হয়। এ ব্যাপারে মোস্তাফিজার রহমান ১২ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। যার নং-৩৭, তাং-১৯/০২/২৩ ইং। পীরগঞ্জ থানার এসআই মাহাবুর রহমান মামলাটির তদন্ত করছেন। ভুক্তভোগী কৃষক মোস্তাফিজার রহমান এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত