বন্যপ্রাণী নিধন করতে সাঁওতাল সম্প্রদায়

প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দল বেঁধে শেয়াল, বেজি, বাগডাসা, বনবিড়াল শিকার করেছে দিনাজপুরের সাঁওতাল পল্লীর ১৬ জনের একটি দল। গত মঙ্গলবার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি গ্রামের ভুট্টা ও গম ক্ষেতে নিধনযজ্ঞ চালিয়ে তারা অর্ধশতাধিক বন্যপ্রাণি হত্যা করে। এ সময় তীর ধনুক, বল্লম, লাঠিসোঁটা নিয়ে গম ও ভুট্টা ক্ষেতে লুকিয়ে থাকা বন্যপ্রাণি শিকার করা দেখতে ওই এলাকায় শত শত নারী-পুরুষ শিশুর ভিড় জমে যায়।

প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন, মজিদুল হক, বাদশা মিয়া জানান, সাঁওতালরা ১৩ জন মিলে একটি ক্ষেত চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর ২/৩ জন ওই ক্ষেতের ভিতর ঢুকে দৈর্ঘ্য-প্রস্থে যাওয়া আসা করে।

এতে ক্ষেতের ভিতর লুকিয়ে থাকা বন্যপ্রাণিরা প্রাণ ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। তখন সাঁওতালরা তীর বা বল্লম ছুড়ে প্রাণিদের শিকার করে। তারা আরও জানান, শেয়াল, বেজি, বনবিড়াল ও বাগডাসা মিলে আজ সারা দিনে তারা পঞ্চাশটিরও বেশি বন্যপ্রাণি শিকার করেছে।