‘আমার জীবন আমার সম্পদ, বিমা করলে থাকবে নিরাপদ’ এই স্লোগানে নানা আয়োজনে গতকাল বুধবার জাতীয় বিমা দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির হলরুমে জাতীয় বিমা দিবস উৎযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, চেক বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়। জাতীয় বিমা দিবস আলোচনা সভায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের জিএম মো. তাজুল ইসলামের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিএলজির উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ এনামুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খান্দার খাইরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল জোনায়েদ।
উপস্থিত ছিলেন লিড কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ মো. সালাহ উদ্দিন আহম্মেদ, জিএম মো. মোজাম্মেল হক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জিএম মানিক সরকার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স মুন্সীগঞ্জের ট্রেইনার মো. জিয়াউর রহমান জীবন, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের জিএম মো. আল আমিন, ফারইস্ট লাইফ ইসলামী ইন্স্যুরেন্সের জিএম কেএম আশরাফুল ইসলাম, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মো. মনির হোসেন, সোনালী লাইফের ইনচার্জ মো. আব্দুল হালিম, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মো. আমজাদ হোসেন, সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মো. মাওলাদ হোসেন মোল্লা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম এসএম মাসুদ রানা, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মো. মঞ্জুর আলম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিএম মো. আল আমিন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মো. জমির হোসেন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এজিএম মো. জাহাঙ্গীর আলম, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম মো. নজরুল ইসলাম, সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম মো. আল আমিন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এজিএম সাব্বির আহম্মেদ, বিএম আব্দুল করীম, সোনালি লাইফ ইন্স্যুরেন্সের মাওলানা মাসুম বিল্লাহ, আবরারুল হক, মো. মাসুম বিল্লাহ, সাবিনা ইয়াসমিন, পাখি বেগম, সাধারণ বীমা করপোরেশনের এএম আ. বাতেন চৌধুরী প্রমুখ।
আলোচনা সভার আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সবশেষে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলার বিমা পেশাজীবী পরিবারের কৃতী সন্তানদের মাঝে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়।
নাটোর : সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নাটোর জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম। শরীয়তপুর : র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শরীয়তপুরে জাতীয় বিমা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ তালুতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহামন জন। র্যালি ও আলোচনা সভায় জেলার সব সরকারি-বেসরকারি জীবন বিমা ও সাধারণ বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, বিমা উন্নয়ন ও বিমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ বিমা সব শ্রেণি-পেশার মানুষকে স্বাভাবিক জীবনযাপনে প্রতিবন্ধকতা অতিক্রমে সহায়ক ভূমিকা পালন করে থাকে।
রাজাপুর (ঝালকাঠি) : এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে সবাই এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলার বিভিন্ন বিমা কোম্পানির পক্ষ থেকে মো. মিজানুর রহমান, মো. কামরুল কবির মিন্টু, মাকসুদা আক্তার, মো. জাকির হোসেন প্রমুখ।
তিতাস (কুমিল্লা) : উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদের সভাপতিত্বে উপজেলা চত্বরে র্যালি ও মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. সেতারুজ্জামান, উপজেলা সমবায় অফিসার মো. বিল্লাল হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. রেহানা বেগম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জোন প্রধান আরিফুল ইসলাম, এজিএম মায়া আক্তার, বিএম আ ফ ম জিমল হোসেন প্রমুখ।
কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে বিমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর ইসলামী তাকাফুল মডেল জোনের প্রধান মো. আবু বকর, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মৌচাক এরিয়া ইনচার্জ মরিয়ম আক্তার, কালিয়াকৈর ইসলামী তাকাফুল মডেল জোনের সহকারী ইনচার্জ আজহারুল ইসলাম, কালিয়াকৈর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমারত হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিমা কোম্পানির কর্মকর্তা, গ্রাহক ও উপকারভোগীরা। এর আগে জাতীয় বিমা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে উপজেলা চত্বরে একটি র্যালি বের করা হয়। পরে মরনোত্তর ও মেয়াদোত্তর উপকারভোগীদের মাঝে ৭ লাখ ৯২ হাজার ৬৬৫ টাকার চেক বিতরণ করা হয়।
সাঘাটা (গাইবান্ধা) : গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিমা দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, উপজেলা মৎস্য অফিসার এমদাদুল হক, পল্লি উন্নয়ন অফিসার সামিউল ইসলাম, তথ্যপ্রযুক্তি প্রোগ্রামার কামরুজ্জামান, সোনালি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ইনচার্জ গোলাম রাব্বানী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান, রায়হান মিয়া, মাহফুজুল হাসান প্রমুখ।