ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় ভোটার দিবস পালিত

জাতীয় ভোটার দিবস পালিত

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপাদ্যে গতকাল বৃহস্পতিবার পঞ্চম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

ফেনী : এ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র‍্যালি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। জেলা নির্বাচন অফিসার নাছির উদ্দীন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান। সদর উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেইন, ফেনীর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম। উপস্থিত ছিলেন জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট জানে আলম সুফিয়ান, জেলা তথ্য অফিসার আল আমিন, কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, সাংবাদিক এম. এমরান পাটোয়ারী।

শেরপুর : এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

সাতক্ষীরা : জেলা নির্বাচন অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষ করে জেলা নির্বাচন অফিস চত্বর এসে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি, বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে ভোটার দিবসের শুভ উদ্বোধন করেন।

নওগাঁ : প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। জেলা নির্বাচন অফিসে এর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন প্রমুখ।

বগুড়া : জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসক চত্বর হতে র‍্যালি বের হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা নতুন ভোটার হবে তারা যেন কোনভাবেই হয়রানির শিকার না হন। নির্বিঘ্নে তারা যেন ভোটার হতে পারে। কারণ জাতীয় পরিচয় পত্র জনজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ন। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সকল নাগরিকের ডাটাবেজ তৈরি করে নতুন ভোটার হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব একজন প্রার্থীর। ভোটাররা শতভাগ উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিলেই যোগ্য প্রতিনিধি নির্বাচিত করা সম্ভব।

নাটোর : এ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এর আগে কালেক্টরেট ভবন চত্বরে থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক।

রাজাপুর (ঝালকাঠি) : এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রথান সড়ক প্রদক্ষিক করে। পরে আলোচনা সভা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস যৌথভাবে আয়োজন করে। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান প্রধান অতিথির বক্তব্য দেন।

পীরগঞ্জ (রংপুর) : রংপুরের পীরগঞ্জে আলোচনা সভা ও র‍্যালীর মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক জিলুফা সুলতানা।

কেরানীগঞ্জ (ঢাকা) : সকালে উপজেলা চত্বরে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেরানীগঞ্জ সার্কেল দক্ষিন সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তায়িবুর রহমান প্রমুখ।

ঈশ্বরদী (পাবনা) : এ দিবসটি পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত