ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাশিমাড়ী আইডিয়াল স্কুল

থেমে নেই শিক্ষকের কোচিং বাণিজ্য

থেমে নেই শিক্ষকের কোচিং বাণিজ্য

সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী আইডিয়াল হাইস্কুলের সহকারী শিক্ষক শহিদুল শতভাগ পাশের প্রতিশ্রুতি দিয়ে চলাচ্ছেন কোচিং বাণিজ্য। নীরব প্রশাসন। শ্যামনগরের প্রত্যন্ত পল্লি কাশিমাড়ী আইডিয়াল স্কুলের বিজ্ঞান শিক্ষক শহিদুল শতভাগ পাশের নিশ্চয়তা দিয়ে কোচিং চালিয়ে গেলেও দেখার কেউ নেই। প্রতারিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। ওই স্কুলের শিক্ষক জয়নগর এলাকায় মাদানী ফাউন্ডেশনের নিকবর্তী রাস্তার পাশে একটি ঘর ভাড়া নিয়ে দিন-রাত কোচিং বাণিজ্য অব্যাহত রয়েছে। কাশিমাড়ী গোবিন্দপুর, রহমতপুর ও নবযুগ হাইস্কুল ছাড়া ও কয়েকটি মাদ্রাসা ও মাধ্যমিক স্কুলের বিজ্ঞান বিভাগের ২ শতাধিক ছাত্র-ছাত্রী শতভাগ পাশের প্রতিশ্রুতিতে দিন-রাত কয়েকটি ব্যাচ করে সেখানে কোচিং চালিয়ে যাচ্ছেন। অথচ পরীক্ষার ফল প্রকাশের পর রেজাল্ট দেখা যাচ্ছে অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য। অভিযোগ উঠেছে প্রতারণা করে শিক্ষার্থীদের ভর্তি করে কোচিং চালিয়ে যাচ্ছেন। বলা হচ্ছে তার নিকট না পড়লে তার নিকট যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোয় ফের করিয়ে দেয়া হবে। ছাত্র-ছাত্রীরা ভয়ে অভিভাবকদের ম্যানেজ করে শহিদুল মাস্টারের নিকট পড়তে বাধ্য হচ্ছে। শিক্ষার মান নিম্ন হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হচ্ছে। প্রতরণা করে কোচিং বাণিজ্য চালানোর এলাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে ও প্রশ্ন দেখা দিয়েছে। কাশিমাড়ী আইডিয়াল স্কুলের বিজ্ঞান শিক্ষক শহিদুল প্রতি দিন রাত অন্তত শতাধিক শিক্ষর্থীকে প্রতারণা করে কোচিং বাণিজ্যে মেতে উঠছে। ছাত্রদের বলছেন, তার কাছে কোচিং করলে আর স্কুলে যাওয়ার প্রয়োজন হয় না। ছাত্রছাত্রীদের নিকট থেকে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক শহিদুলকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। কাশিমাড়ী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই এর সঙ্গে কথা বললে তিনি বলেন, আমি তাকে নিষেধ করেছি কিন্তু তিনি কোনো নিষেধ মানেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত