ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুই সফল ব্যবসায়ীকে সংবর্ধিত

দুই সফল ব্যবসায়ীকে সংবর্ধিত

চাঁদপুরে শিশু শিক্ষা প্রতিষ্ঠান শহরের বকুলতলায় অবস্থিত রেলওয়ে কিন্ডার গার্টেনের বার্যিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গত বুধবার চাঁদপুরের দুইজন সফল ব্যবসায়ী নেতা হারুন অর রশিদ পাটওয়ারী ও সফর উদ্দিন মাস্টারকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সদর মানছুর আহমেদ বলেন, ছোট বেলায় আমি যখন ১৯৮৩ সালে দ্বিতীয় শ্রেণিতে, পড়ি তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় এই স্কুলের সাইন বোর্ডটি স্থাপন করা অবস্থায় দেখতাম। আজ আমি সেই স্কুলের প্রধান অতিথি হিসেবে আসতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। বিশেষ অতিথি জিতু মিয়া বেপারী বলেন, বিদ্যালয়ের নিকটে যেহেতু পালবাজারটি রয়েছে, সেহেতু এ বাজারের কর্তৃপক্ষ এ বিদ্যালয়ের প্রতি নজর রাখার আহ্বান জানান। তিনি স্থানীয় পৌর কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান, পৌর পরিষদের সাথে আলাপ করে একটি বড় ধরনের সহায়তা দেয়া জন্য ও তিনি তাদের প্রতি অনুরোধ করেন। পালবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ও ব্যবসায়ী নেতা হারুন অর রশিদ পাটওয়ারী বলেন, এই বিদ্যালয়টি পালবাজারের পাশে, আমরা পালবাজারের ব্যবসায়ীদের নিয়ে সব সময় এগিয়ে আসবো। আমি আমার পক্ষ থেকে সব সময় এ বিদ্যালয়ের প্রতি আমার দায়িত্ব আছে বলে সহায়তার হাত বাড়িয়ে দিব। পালবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সফর উদ্দিন মাস্টার বলেন, আমি পালবাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে সব সময় আপনাদের পাশে থাকব এবং যতদিন বেঁচে থাকব এ বিদ্যালয়ের সহায়তা করার চেষ্টা করব। অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলার ঐতিহ্যবাহী পালবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি, সফল ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা হারুন অর রশিদ পাটওয়ারী ও সাধারন সম্পাদক সফর উদ্দিন মাস্টার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত