ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সড়কে একের পর এক মৃত্যু

ঘাতক চালক গ্রেপ্তারে মানববন্ধন

ঘাতক চালক গ্রেপ্তারে মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে মেধাবী কলেজছাত্র সোহানের হত্যাকারী ঘাতক চালককে গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থীরা। শুধু সোহানই নয়, ওই ঝুঁকিপূর্ণ সড়কে দুর্ঘটনায় একের পর এক মেধাবী শিক্ষার্থীসহ ঝরে যাচ্ছে মানুষের তাজাপ্রাণ। এ সড়কে গতিরোধক বৃদ্ধি ও বড় ট্রাকসহ অবৈধ যান বন্ধের মাধ্যমে নিরাপদ সড়ক ব্যবস্থাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন মানববন্ধন অংশগ্রহণকারী। নিহত সোহানুর রহমান সোহান কালিয়াকৈর উপজেলার বাংগুরী এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় কালিয়াকৈর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

মানববন্ধনে বক্তব্য দেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দিন খান, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাদল, সাইদুর রহমান, রফিকুল ইসলাম, ওই কলেজের দ্বাদশ শাখা ছাত্রলীগের আহব্বায়ক মিরাজ হোসেন। এ সময় তারা ওই ঘাতক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার, কলেজের সামনে দুটি স্পিটবেকার নির্মা, সড়কে অবৈধ যান ও ছয় চাকার বড় যানগুলো চলাচল বন্ধ করা এবং গতি নিয়ন্ত্রণ রেখে যান চলাচলের ব্যবস্থা, নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবি জানান।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, এ সড়কে অনেক ঝুঁকিপূর্ণ বাঁক, সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ। এর ওপর বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে।

এ কারণে ঘটছে দুর্ঘটনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত