পাবনায় দুই বাংলার সাহিত্য উৎসব উদ্বোধন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনায় তিন দিনব্যাপী চরনিকেতন সাহিত্য উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় উৎসব উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক জাতিসত্তার কবি মুহাম্মদ নূরুল হুদা। এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও বর্ণাঢ্য র‍্যালি বের হয়। দেশি-বিদেশি দুই শতাধিক কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি গ্রামের চরনিকেতন কাব্যমঞ্চ মিলনমেলায় পরিণত হয়েছে। ভারতের কলকাতা থেকে ৩০ জনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কবি সাহিত্যকদের মতবিনিময় ও প্রাণবন্ত আড্ডায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার নির্বাহী পরিচালক ও উৎসব কমিটির আহ্বায়ক কবি মজিদ মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমীর মহাপরিচালক জাতিসত্তার কবি মুহাম্মদ নূরুল হুদা বলেন, গ্রাম-বাংলার প্রত্যন্ত অঞ্চলে সাহিত্য উৎসব আমাকে বেশ মুগ্ধ করেছে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে এখান থেকে কবিরা উৎসাহ পাবেন। দেশে কবি সাহিত্যিকদের সৃষ্টি হবে। কবিদের মধ্যে সাহিত্য নিয়ে নতুন ভাবনা শুরু হবে। প্রধান আলোচক ছিলেন বিটিআরসির চেয়ারম্যান কবি শ্যামসুন্দর সিকদার। এছাড়া বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত কুমার নাগ, নীলাঞ্জন শাল্ডিল্য, অধীর কৃষ্ণমন্ডল, চিত্রা লাহিড়ি, সৈয়দ কওসর জামাল প্রমুখ।