ছাগলে ক্ষেত খাওয়ার জেরে গৃহবধূ খুন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পরিত্যক্ত বাদাম ক্ষেতে ঢুকে গৃহপালিত ছাগলে গাছ-পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষে কুলছুমা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই ওয়ার্ডের নুর মোহাম্মদের স্ত্রী। স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, পাশাপাশি দুই পরিবার লোকজনদের মধ্যে রাত সাড়ে ৯টার সময় লাঠিসোটা ও দা নিয়ে সংঘর্ষ হয়। ওই সময় কুলছুমা বেগম নামে এক গৃহবধূ ঘটনাস্থলে নিহত হন। সংঘর্ষে উভয় পরিবারের আরো বেশ কয়েকজন আহত হয়েছে। ইউপি চেয়ারম্যান আরো বলেন, দিনে মো. জকরিয়ার পরিত্যক্ত বাদাম ক্ষেতের গাছ ও পাতা খায় নূর মোহাম্মদের ছাগল। বিকালে ঘটনাটি মীমাংসা করে দেয়া হলেও রাতে উভয় পরিবারের লোকজন বিষয়টি নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, দুই পরিবারের সংঘর্ষে এক গৃহবধূ নিহত হওয়ার খবর পেয়ে গত শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।