যুবক খুনের পাঁচ ঘণ্টার মধ্যে হত্যাকারী আটক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি শহরে গতকাল শনিবার রাব্বী নামের এক যুবক খুনের ৫ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে আটক করেছে পুলিশ। হত্যাকারী সেলিম মাহমুদকে বনরূপা থেকে আটক করা হয়। সে বনরূপা ম্যাগপাই রেস্টুরেন্টের কর্মচারী এবং নরসিংদি জেলার রায়পুরা থানার চরমধুয়া ইউনিয়নের নজুরবাড়ি গ্রামের মো. মাহমুদের ছেলে। এদিন বনরূপা এলাকার ফরেস্ট রোডে রিয়াজুল হক রাব্বীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। রাব্বী বনরূপার ব্যবসায়ী মোজাম্মেল হকের ছেলে। পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে তথ্য দেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ। পুলিশ সুপার জানান, আসামি সেলিমের দেয়া তথ্যমতে, নিহত ভিকটিম ও আসামি দুইজনই পুর্ব পরিচিত এবং তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। আসামি সেলিম নিহত রাব্বীর নিকট টাকা পাওনা ছিল। দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে রাব্বী সেলিমকে মারধর করে। এরপর সেলিম ম্যাগপাই রেস্টুরেন্টের তৃতীয় তলায় চলে যায়। পরবর্তীতে ভোর ৫টার দিকে রাব্বী আবারো সেলিমকে ডেকে নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আসামির সাথে থাকা ছুরি দিয়ে এলোপাতারি ছুরিকাঘাত করলে ভিকটিম রাব্বী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় ঘটনার সময় পাশে থাকা নৈশ প্রহরী মোঃ আমির হোসেন আসামিকে ফেরাতে চেষ্টা করলে তাকেও চুরিকাঘাত করে। আহত নৈশ প্রহরী মোঃ আমির হোসেন বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।