ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষা খাতে বিশেষ অবদান রাখছে সরকার সাবেক রেলপথমন্ত্রী

শিক্ষা খাতে বিশেষ অবদান রাখছে সরকার সাবেক রেলপথমন্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রামে হাজী জাফর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি। প্রধান অতিথি বলেন, তোমরা ভালোভাবে পড়ালেখা করবে। ভালো রেজাল্ট করলে স্কুল ও পরিবারের সুনাম বৃদ্ধি পায়। এতে তোমরা ভালো স্থানে প্রতিষ্ঠিত হয়ে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখবে। আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা খাতে সরকারের নেয়া সব পদক্ষেপ প্রশংসার দাবি রাখে। শিক্ষার মানোন্নয়নে প্রতিটি প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসহ নতুন নতুন ভবন নির্মাণ করে শিক্ষা খাতে বিশেষ অবদান রাখছে সরকার। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন।

চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ ও উপজেলা যুবলীগ নেতা কাজী আবুল কালামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজী জাফর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত