শিশু-কিশোর নাট্যোৎসব কাল থেকে শুরু

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কামরুল হুদা হেলাল, দিনাজপুর

দিনাজপুরে শুরু হচ্ছে প্রথম শিশু-কিশোর নাট্যোৎসব। আগামী ৬ মার্চ সোমবার থেকে ৯ স্কুল ও ৯ সংগঠনের শিশু-কিশোরেরা এই উৎসবে নাটক প্রদর্শন করবেন। গতকাল শনিবার দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজনে করেন নাট্যোৎসবের আয়োজক প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু। লিখিত বক্তব্যে তিনি বলেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক শিশু-কিশোর শুধু লেখাপড়ায় প্রথম হওয়ার প্রতিযোগিতায় মেতে উঠেছে। অভিভাবকদের এটাই মূল চাওয়া। পাশাপাশি ফুটবল জাদুকর আব্দুস সামাদ, ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাস, এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম ও নিশাত মজুমদার, কৃতী ফুটবলার জামাল ভুইয়া, বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, দৌবিদ ইমরানুর রহমান, প্রতিমা ফুটবল দল, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব কাজী বোরহান, আসাদুজ্জামান নুর, তারানা হালিম, সুবর্ণা মোস্তফা প্রমুখদের উজ্জ্বল কৃতিত্বের কথা মনে রাখা অতি আবশ্যক। আজ অনেক শিশু-কিশোর মাদকাসক্ত হয়ে মৌলবাদী, জঙ্গিদের খপ্পরে পড়ে হারিয়ে ফেলছে তার ঐতিহ্য। মৌলবাদ-জঙ্গিরা সমাজে-দেশে অসুস্থ পরিবেশ সৃষ্টিতে বহুদিন ধরেই তৎপর। তারা ছলে বলে কৌশলে নানাভাবে এই শিশু-কিশোরদের প্রভাবিত করছে এবং ব্যবহার করছে। তিনি বলেন, আগামী ৬ মার্চ সোমবার বিকালে দিনাজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের শুরু হবে। উৎসবটি চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। ৬ মার্চ থেকে শুরু হওয়া শিশু-কিশোর নাট্যোৎসবে ৯টি স্কুল ও ৯টি সাংস্কৃতিক সংগঠনের শিশু-কিশোরেরা নাটক প্রদর্শন করবেন।