সংস্কারের নামে খোড়া রাস্তা ৪ মাস ধরে পড়ে আছে

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শাহীন, কয়রা (খুলনা)

খুলনার কয়রা উপজেলার ৪নং কয়রা পল্লীমঙ্গল মোড় থেকে উত্তরচক কামিল মাদ্রাসা অভিমুখী সোয়া ১ কিলোমিটার এলজিইডি’র রাস্তা সংস্কারের নামে ৪ মাস আগে খুড়ে ফেলে রাখা হয়েছে। বিশেষ করে আমিন সানার বাড়ির পূর্ব পাশ থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তা ২ ফুট গর্ত করার কারণে মানুষ ও যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন উত্তরচক কামিল মাদ্রাসা, আছিয়া মহিলা মাদ্রাসা, উত্তরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাশ্ববর্তী প্রতাপ স্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকার লোকজন হেঁটে খুড়ে রাখা রাস্তার গর্ত দিয়ে কষ্ট করে চলাচল করছে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করার কারণে এলাকার লোকজনের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বৃষ্টি হলে রাস্তার ওপর হাঁটু সমান পানি জমবে এবং মানুষের চলাচলে দুর্ভোগ বহুগুন বেড়ে যাবে। উত্তরচক গ্রামের সমাজবেক ছদর উদ্দিন গাজী বলেন, রাস্তাটি ২ ফুটের বেশি গর্ত করে ঠিকাদার কাজ করছে না। ৪ মাস অতিবাহিত হয়েছে কিন্তু ঠিকাদারের দেখা নেই। এভাবে ফেলে রাখলে সামনের বর্ষা মৌসুমে রাস্তার ওপর কোমর সমান পানি জমে যাবে। রাস্তা সংলগ্ন বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু দীর্ঘদিন আমাদের উত্তরচকের রাস্তা খুড়ে ফেলে রাখার কারণে রাস্তা দিয়ে ভ্যান চালাতে পারছি না। ফলে আয় রোজগার ঠিকমতো হচ্ছে না। অনেক শিক্ষার্থীর অভিভাবকরা জানিয়েছেন তাদের ছেলে মেয়েরা জরাজীর্ণ ধুলোবালিতে ভরা রাস্তা দিয়ে মাদ্রাসা ও প্রাইমারি স্কুলে যেতে পারছে না। এ অবস্থায় ঠিকমতো ক্লাস করতে না পেরে ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।

এ জন্য দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান অভিভাবক ও এলাকার সকল শ্রেণীপেশার মানুষ।

বিষয়টি জানার জন্য উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আফজাল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, উত্তরচকের রাস্তা জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য ঠিকাদারকে কয়েকবার বলা হয়েছে।