ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের ইজতেমা সমাপ্ত

আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের ইজতেমা সমাপ্ত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী দিনাজপুর জেলা ইজতেমা। হাজারো মানুষের আল্লাহু আকবার ধ্বনিতে মুখোরিত ছিল ইজতেমা প্রাঙ্গণ। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ১০ মিনিট ব্যাপী আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের অন্যতম জিম্মাদার কাকরাইল মসজিদের ফয়সাল সুরা মাওলানা মো. মোশাররফ। তিনি আল্লাহ ও রসুলেপাক (সা.) এর রহমত ও নেকনজর কামনা করে মোনাজাতে সব মুমিন বান্দা-বান্দি দুনিয়া ও আখেরাতের মঙ্গল কামনা করেন। দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানের উত্তর দিকে গত বৃহস্পতিবার ফজর থেকে শুরু হয় তিন দিনব্যাপী জেলা ইজতেমা। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও জয়পুরহাটের ধর্মপ্রাণ তাবলিগি ভাইয়েরা ইজতেমায় শরিক হয়ে দ্বীনের জন্য তাদের মেহনত করার নির্দেশনা ও পরামর্শ লাভ করেন। গতকাল শনিবার ফজরের নামাজের পর বয়ান করেন সাইখুল হাদীস মুফতি মাওলানা নুরুল ইসলাম সিরাজী। তারপর তাবলিগের পরবর্তী কার্যক্রম ও করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন কাকরাই মসজিদের তবলিগের মোকিন মুফতি মো. মোহাম্মদ উল্লাহ।

গতকালের আখেরি মোনাজাতে শহর ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ সকাল থেকে ইজতেমা স্থলে শরিক হোন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিন দিনের জেলা ইজতেমা সমাপ্ত হওয়ায় স্থানীয় আয়োজক বৃন্দের পক্ষে জিম্মাদার (দায়িত্বশীল) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল হাকিম কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত